যদি মানুষের সাথে মানুষের প্রেম
একটা কম্যুনিটি ট্রান্সমিশন হয়ে যেত,
তবে হয়ত এমন করে আর ঘরে বসে থাকতে হত না,
একটি বোমা বানাতে কেটে গেছে একশ বছর,
একটি সঞ্জীবনী টীকার আজোও পেলাম না খোঁজ!
যদি পাখি ও তটিনীর কাছে আমরাও বাড়িয়ে দিতাম
আমৃত্যু বাঁচতে চাওয়ার উন্মুখ হাত, দিনে একবার
রোজ-
তাহলেও হয়ত এই কপালে ভাঁজের কোনক্রমে মিলত সমাধান!
যদি শ্যামল মাঠের সাথে কিছুটা আদান-প্রদান-
আমাদের হত যাবতীয় মানবিক আবেগী কথার,
তাহলেও হয়ত আকাশের ফুসফুসে শ্বসনীয় প্রাণ-
রইত জেগে, আমাদেরই জন্য!
এখন আমরা অত্যন্ত বিচলিত।
আমরা দূরে সরে গেছি সেখান থেকে,
ঠিক সেখান থেকেই যেখানে থাকার কথা ছিল,
ছিল যেখানে অপরিমিত-
আবাসন মানুষের সাথে ফুল ও মৌমাছির,
বিটপী, স্রোতস্বিনী, গিরিচূড়া, কপোত-নীড়-
আমরা তাদের থেকে কতটাই না দূরে সরে গেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন