বলার মত এতটুকু শান্তি নেই
চরাচরে আমার,
দূরদূরান্তপানে অনিমিখ আঁখি
খুলে, অহর্নিশ দুর্নিবার-
পন্নগের বিষ ধমনী শিরায় ধরে,
পথ ঘাট খেয়াবাট ভুলে,
আমি কোটি কোটি আলোকবর্ষ এই
অন্ধকারে! এই অন্ধকার,
এমন পূর্ণতামসগ্রাস, আমার
অস্তিত্বের সংজ্ঞা গিলে খায়,
একটি ভ্রমাত্মক স্বপ্নের
মত, সূর্য্য ডোবে না আর, পৃথিবী ডুবে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন