সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

পক্ষীর জীবন দর্শন

যদিও বা তার ভেঙে যায় খাঁচা, আকাশে উড়েছে ডানা,
অক্ষয় পথ, অবারিত দিনরাত্রি, বিহগনয়নে বিধুর সুরের হানা,
কেঁপে কেঁপে ওঠে, তারে তারে বাজে, তর তর নামে ধারা,
ঝাপসা কেমন- ঝর ঝর ঝরে, সরে যায় গ্রহ তারা,
দিগ্বলয়ের লয় ধীর হলে, লাখ রাগ কোটি রাগিনী
অতলান্তরে ঝঞ্ঝার বেগে হরদম, ক্রন্দসী, হতভাগিনী-
কোন দূরাশার হাতে হাত রেখে, তানে তান গেঁথে গড়া মালা,
গলায় তুলেও মেটে না মোটেও, মোটেও মেটে না জ্বালা


তাই 


এক আকাশ ছেড়ে অপর আকাশে,

বদলে বদলে খাঁচা,
ভেবেছ পক্ষী এই তো জীবন
এরই নাম যেন বাঁচা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...