অনেক ব্যহৃত
পঙক্তি-ভীড়ে
আমার কিছু
গোপন বর্ণমালা,
কিছু অভিমান,
কিছু পরিত্যাজ্য গান,
ক্রন্দসীর
মধ্যে গেছে মরে!
এখানে এত
কথা, এখানে এত উছল প্রাণ
সর্বস্ব
আমার বিপরীতে বিরাজমান
বিমূর্ত
শ’খানেক অর্থহীন কবিতার মত,
দ্ব্যর্থহীন,
গৌরবাভিলাষী হয়ে-
তবুও শেষবেলার
ফুলের মত ঝরে!
বৃন্তচ্যুত
হয় না যদিও সকল স্বর-গ্রাম
হামেশা সকল
বুকভাঙ্গা রাগিণীর পকড় থেকে,
মূক-মরমে
লাগে না সকল তান-
সকল বাঁকিয়ে
চলা মীড়, কোন তটিনী তীর রেখে
আমার অঙ্গে
অঙ্গে ঢেউ ভেঙে!
আমি কত সহস্রাব্দ
বসে আছি নিশ্চল,
নিশব্দে
ব্যোমপানে নয়ন করেছি স্থির,
আমার ভেতর
অধীর, কি এক কালাতীত কবির-
বধির ছন্দ-রোল
ঘনিয়ে ঘনিয়ে আসে রাত্রির-
মত, কত সুর
প্রহৃত, কত বেদনা বিনা-ঋত
কত সত্য
অপহ্নব, নব নব মিথ্যের হাত ধরে,
আমি দেখে
দেখে স্তব্ধ হয়ে গেছি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন