প্রায়শ অক্ষিকোটরে লুকিয়ে রেখে ভোরের শিশির,
নিদ্রাতুর দৃষ্টি প্রক্ষেপে, নব-করোজ্জ্বল
দার্ঢ্য মিহির-
আমি দেখি বিষ্টম্ভ অপারগতায়, বিধুর আক্ষেপে;
অতঃপর, অপরিতুষ্ট অরতি কবিতায়-
আমি বলি- এ আলোক অত্যুগ্র, এ জ্যোতি নিষ্ফলা!
রোদসী প্রমাদে ভরা, প্রেম-প্রমোদিনী, কলঙ্ক-কজ্জলা!
এ বধির, সাথে এ মূক হৃদয়, শব্দপদশৃঙ্খলে-
বেঁধে, যূপকাষ্ঠে টানি, নরক-নিঠুর-বেদীতলে-
চৈতন্য, স্বজ্ঞার মুণ্ড-উৎসর্গানুষ্ঠান,
সে আমারই তো আয়োজন!
কালকূটে ফোটে নীলাব্জ-অন্তর,
নীলকন্ঠ হে, জটাজুট কিরীট তোমার, দরিদ্রেশ্বর-
আমি উপাচারহীন, এতটুকু দিতে পারি! সকল মন্ত্র
বিস্মরণ-
হয়েছে কালক্রমে, ভাষা আর নাই!
তুমি ভস্মাঙ্গরাগ ধর, তাই লিখি ছাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন