শনিবার, ১৭ জুলাই, ২০২১

এই থাকা সুকঠিন


শত পথে ফিরে ফিরে হয়েছিরে গতিহীন,
দ্বারে দ্বারে ঠাঁই চেয়ে কৃশকায়া বল ক্ষীণ!

প্রভূত প্রপঞ্চ ঘোরে পরিযায়ী বারেবারে,
প্রাণকুম্ভে বিষ ভরে দিনে দিনে হই দীন!

ভূবনে দোসর নাই, কার কাছে কেন যাই,
ছাইভস্ম চেয়ে পেয়ে বাড়িয়েছি শুধু ঋণ!

পরাণে কাঁটার জ্বালা, সুরে তবু সুধা ঢালা,

মিছেমিছি আছি বুঝি, এই থাকা সুকঠিন!  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...