সোমবার, ১৯ জুলাই, ২০২১

ওগো কবে সাড়া আমি পাব হে?

 

রাজীব-রাতুল-চরণে অতুল আশ্রয় জানি পাব হে!
তাই সকলি দিয়েছি ভাসিয়ে এবেলা, আমিও কি ভেসে যাব হে?

সঘন-দামিনী, আঁধার যামিনী, গরজে গো কালসিন্ধু,
অকূলে এসেছি ভাঙা তরী টেনে, ডুবে গেছে নভে ইন্দু;
বোঝা যত ছিল ফেলে দিই প্রভু, তবু হল ভারী ভবভার হে!

কত সম্পদ, কত রিপুমদ, দুখপ্রদ সবে হেরিয়া,
ভেবেছি দয়াল, পরে রব এসে শ্রীপদ তোমার ঘেরিয়া,
হয়ে পথহারা, কেঁদে কেঁদে সারা, ওগো কবে সাড়া আমি পাব হে?

________________
একটা ভজন শুনতে শুনতে মাথায় চলে এল। সুর বসাব সময় করে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...