মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কৃতান্ত করেছে জয়

 

কোথা তারা হরদারা, তনয়ে কর অভয়!

মা থাকিতে ডুবে যাব, তাও কি মা কভু হয়?

 

ষড়রিপু ষড়যন্ত্রে, বাঁধা আছি মোহমন্ত্রে,

তুষানলে পলে পলে, জীবন অঙ্গারময়!

 

(ভেবে) গরল অমিয়সমান, পিয়ে হই ম্রিয়মান,

কৃষকায়ে ক্লেশ-ক্লেদ, অবিরত আয়ুক্ষয়!

 

না পারি ধরমবলে, যেত ও চরণতলে,

ছলে বলে কৌশলে কৃতান্ত করেছে জয়!

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...