মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কৃতান্ত করেছে জয়

 

কোথা তারা হরদারা, তনয়ে কর অভয়!

মা থাকিতে ডুবে যাব, তাও কি মা কভু হয়?

 

ষড়রিপু ষড়যন্ত্রে, বাঁধা আছি মোহমন্ত্রে,

তুষানলে পলে পলে, জীবন অঙ্গারময়!

 

(ভেবে) গরল অমিয়সমান, পিয়ে হই ম্রিয়মান,

কৃষকায়ে ক্লেশ-ক্লেদ, অবিরত আয়ুক্ষয়!

 

না পারি ধরমবলে, যেত ও চরণতলে,

ছলে বলে কৌশলে কৃতান্ত করেছে জয়!

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...