রবিবার, ২৭ জুন, ২০২১

নিভেছে তারারাজি

 

নিভেছে তারারাজি,
মেঘে মেঘে মেঘে আজি
বিধুর বরিষনে কোথা তুমি প্রিয়তম?
উদাস অনিল-স্বনে নিতি মুখ পরে মনে
বিজরী চমক ক্ষণে শিহরে পরাণ মম!
ঝর ঝর ঝর আঁখি, ভাঙা নীড়ে যেন পাখি,
কাঁদে সে আশাহত, আজি এ শ্রাবণ সম।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...