চতুর্দশপদী কবিতা।
কখখক-গঘগঘ, চছচছ-জজ।
________________________________________
ফিরে গেছে সেই
মেঘের কোরকে একা।
বিগলিত প্রেমে
ছায়াময় রূপ বিন্দু-
আঁধারে শায়িত
অনাহুত দূর ইন্দু,
ঈষৎ ঝলকে পলকে
মধুর দেখা।।
বরষনে হারা অধীর
বধির তৃষা।
কবে থেকে আছি
নিদ্রানিহিত অসুখে
বিধুর তমসা বেঁধেছে
পথের দিশা,
ক্ষয়িত আলোক বিধু’র
ধরেছি বুকে।।
এভাবেই আমি পথশ্রমে
বড় তিক্ত,
পাথেয় সকল বেলা
শেষে হল শূণ্য,
কৃশকায়া হল মিছামিছি
স্বেদসিক্ত,
ঘুরে ঘুরে কোথা
কি জানি কিসের জন্য!
ক্ষীণ মনে জাগে
বেদনার কত ছন্দ
সেখানেই মরে,
হৃদয় দুয়ার বন্ধ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন