শনিবার, ১২ জুন, ২০২১

বিস্মরণ

 

এ মায়া লূতিকা-তন্তু যথা,

প্রপঞ্চ-সূতিকা প্রকৃতি পরা-

হস্তে, তথা ভ্রমিত ভ্রমাভীষ্টে,

আবিষ্ট মোহান্ধ, মারণ-জরা-

জরাগ্রস্তে গ্রাসে তিলেতিলে!

 

মন-বিহঙ্গে অপকৃষ্ট ক্রূর উরঙ্গে
বাঁধে বিষ্টম্ভ দ্রুমশাখে,

পথভ্রষ্ট মত্ত-দ্রুমারি-দম্ভ নিপতিত,

জড়িত বিলয়-পাঁকে;

আঁধার অখিলে-

 

নামে সাঁঝের মতন,

সত্য এখানে শুরু,

বাকী বিস্মরণ!

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...