বয়ে গেছি ভ্রমে,
যেতে কোনক্রমে,
বানভাসা দ্রুমে,
দুম করে এসে ঠেকেছি!
এই ভাল তবে, এই
ভাল হবে,
এই আমি ভাল ভেবেছি!
যেখানে সে নেবে,
যা কিছু সে দেবে,
তবে তাই নিয়ে
যদি থাকা যায়!
সাঁতরে কি আর
সুখী হব বল,
ভাঙলে ভরসা কে
নেবে দায়?
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন