বয়ে গেছি ভ্রমে,
যেতে কোনক্রমে,
বানভাসা দ্রুমে,
দুম করে এসে ঠেকেছি!
এই ভাল তবে, এই
ভাল হবে,
এই আমি ভাল ভেবেছি!
যেখানে সে নেবে,
যা কিছু সে দেবে,
তবে তাই নিয়ে
যদি থাকা যায়!
সাঁতরে কি আর
সুখী হব বল,
ভাঙলে ভরসা কে
নেবে দায়?
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন