সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

তুমি আসো নাই

 

যে কথা হয়নি বলা তোমারে

আহত পন্নগের মত চলিতেছি পথস্রোত, আশ্রয় আশে

তটিনীতীর, বিটপীমূলে, কন্দর অন্ধকারে

শতাব্দীর কণ্টক-মণ্ডিত অচেনা অজানা ঘাসে

বক্ষ পাতিয়া আমি চলিতেছি এক কল্প-কাল,

তুমি আসিবে বলে গোপন অভিসারে প্রিয় হে

আমারে বাঁধিতে আমি বুনিয়াছি জাল,

কত না কথার ছলে।

তবু যাহা হয়নি বলা তোমারে

তাহা বলিব বলে পৃথিবীর অন্তরে, নিরন্তর কল্লোলে

বধির ব্যধি সাধিয়াছি কর্ণপটহে, আমি করিয়াছি ধ্যান

বাঁধিয়া হৃদয়দ্বার কঠিন মন্ত্রবলে বিগতমোহে

হইয়াছি প্রস্তরের প্রায়

তুমি আসো নাই।

 

আকাশ গিয়াছে ভাসি অন্য কোন আকাশগঙ্গায়,

তারাদল ডুবিয়াছে, আঁখিতারা অহনিশি অধীর চঞ্চল

জোয়ারে ভাসিয়া যায়- তুমি আসো নাই।

 

 

 

 

 

 

 

 

 


বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

পদ-কোকনদ

 

কি নিয়তি নিয়ম বলে নিয়ত নিরয় বাস

অবিনীত তবু চিত ছাড়ে না বিষয় আশ!

 

আছি কৃতান্ত করপুটে, ছাই মাটি ঘেঁটেঘুটে,

পথে পথে ছুটে ছুটে, দিবা যামী পক্ষ মাস!

 

না পূজিয়া কালীপদে, তলিয়েছি মোহ মদে,

নাও পদ-কোকনদে, বিশাখ তোমার দাস!

 


সোমবার, ২২ নভেম্বর, ২০২১

কেন জানি এমনই হয়

 

এমন একবার দু’বার তো নয়

যেখানে ফেলেছি নোঙ্গর ভাসব বলে, তলিয়েছি অতলে

ঠিক সেখানেই; কেন জানি এমন হয়

দু’চার বার তো নয়।

 

অগুনতি, আক্ষেপে কত বিপক্ষে গেছি কথিত সুহৃদের

পদাশ্রয়ে নামিয়ে মাথা বিপদহারী ঈশ্বরের

বেদীতলে, ভেবেছি হাড়িকাঠে মিলেছে অভয়

তবুও তো খড়্গ এসেছে নেমে

এমন কয়েকবার তো নয়,

কেন জানি এমনই হয়।

 

এমনই করে ভূমিধ্বসের দিনে দাঁড়িয়ে ঠাঁই

পর্বতপৃষ্ঠে, ভেবেছি  এই তো অচল, আমি অবিকল

বেঁচে যাই ইষ্টে-অনিষ্টে, তবুও তো ভেতরে মৃত মাটিচাপা

ক্রন্দসীদীর্ণ বুকফাটা হৃদয়কন্দরে হতশ্রী স্বর-কাঁপা

কুরূপা রাগিনীর আলাপ-বিলাপ গাই।

 

কেন জানি এমনই হয় বারেবার।

 

 

 


সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

আত্মহনন-ক্ষণ

 



 

একদিন দেখলাম জলে স্থলে নভে রসাতলে

আমি কি অমেয় শূন্য হয়ে আছি অম্বুদ-অঞ্চলে

অঞ্চিত সুরেন্দ্র-বজ্র-ঝলকে আমি তখনো সাঁতরাগাছি

জংশনে টিনের শেডে জলের শব্দ গুনি এ মর্ত্যলোকে

জনাকয়েক বৃষ্টিভূ বিচিকিচ্ছি সুরে অদূরে ধরেছে গান

রাত্রি গভীর হয়, যাত্রী কতিপয় জেগে থাকে, স্কন্ধ শিরোধান

করে দয়িতা দয়িতের আমি জানি এ ক্ষণ বিষ্টিভত্রা

এ আঁধার বিষ্টম্ভ আমি দুর্মনায়মান মৃত্যু-মোহিতের

আতুরতা করেছে গ্রাস রাহুর মত আমি চলে যাব

 

তখনো ট্রেন আসতে বাকী

 

 

 

 

 

 

 

 

 


শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

লোহিত-বিকচ-নেত্রী

 

রুধিরতৃপ্ত কৃপাণ ঐ দখিন করে করালিনী

লোহিত-বিকচ-নেত্রী আসবভরে

ঘোরা, মুণ্ডস্রজা, নৃকর-বসনা;

গজগমনা দনুজ-তনু-দলনী সৃজন-প্রলয়-কর্ত্রী

অহো! লোহিত-বিকচ-নেত্রী!

 

কালী কালী মহাকালী, কাল-ঈশ্বরী, মহামায়া

মহালক্ষ্মী, মহাদুর্গে, চামুণ্ডে, শিবে হরজায়া

সংহারলীলা-হোত্রী

অহো! লোহিত-বিকচ-নেত্রী!

 

 

 

 

 

 


গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...