বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কলিকাতা

 

কলিকাতা। 



একদা সন্ধ্যা নামিলে যখন বেনেরা ভিড়িল ঘাটে, 

কর্দমঘ্রাণে আমোদ আদুল গেঁয়োরা ফিরিল বাটে- 

রোশনাই আসি মাটির প্রদীপে বর্ষিল অবহেলা, 

কোঁচার আধুলি ধুলায় ছুঁড়িয়া নটের নাট্যশালা- 

বেনেরা করিল জয়, এ নগর তার পরিচয়বাহী- 

কবিকুলে কিছু নয়। 


 

ফেব্রুয়ারি ১, ২০২৪। 

রাত ১টা ২৫। 

বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ফেনিল স্বপ্ন

 

দুখের সায়রে ফেনিল স্বপ্ন 

তীরে তীরে করে ভীড় 

ঝড়ের বাতাসে কাঁপে যেন কার

পরদেশে বোনা নীড়।। 


পাখীদেরও যেন থেমে গেছে গান, 

বেণুর বাদনে কাঁদে যেন প্রাণ, 

চোখের কোটরে নিমগ্ন ব্যথা

জলের প্লাবন থির।। 


অসময়ে যেন এসেছে বরষা, 

আকাশের মেঘ উতল সহসা, 

ফুলের কোরকে আভাস জেগেছে

তটভাঙা জলধির।। 


২৫ জানুয়ারি, ২০২৪। 

বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

একদা দোঁহে


একদা দোঁহে মিলন মোহে
গগনতলে দ্রুমশাখে,
ভুলিয়া নীড়ে তটিনী তীরে;
মানব যেথা চেয়ে থাকে-
অবাক হয়ে; মধুর কুহেলিকা
প্রণয়কলা অবসানে,
অতঃপরে হারানো নিধি
খুঁজিয়া মরে আঘ্রাণে-
পৌষ-পবনে, কি কুজ্ঝটিকা-
আঁখিতারা ঘিরিয়া ধরে,
তারা রোদন-ভাসী, হেরে-
বিহগযুগলে, ভাবে- ‘ওলো,
এই ভালো, মানব হইলে
জানিতে, উড়িতে কত সাধ-
কাঁদিয়া মরে গভীর গোপনে'!


পাটুলি স্টেশনে তাঁদের দেখলাম।
 

দলছুট

 



হয়ত আমি এমনই দলছুট, 

এমনই ছন্নছাড়া, হতশ্রী, কাঙ্গাল!


তবু ধুলোর আঁচলে জানি পাব ঠাঁই,

সুনিবিড় শীতল বিলোল হাওয়ায়

নিরালা নিশ্চিন্ত কোলে এই ধরণীর, 

দিয়ে ত্রিদিব-যাত্রাপথে উড়ো ছাই; 

আমি নিরয়ে যাই ছুটে! 


আমি এমনই দলছুট হব, 

এমনই উন্মাদ, এমনই হাহারব-লাঞ্ছিত-

সুরমূর্চ্ছনা উগরে দিয়ে পথে পথে, 

এমনই অনন্তকাল! 

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...