বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

নতুন ফুলশর

আমি কি আবার প্রেমে পড়ে গেছি
কোন অপ্সরী রূপা রমণীর?
এখনো কি কিছু স্বাদ বাকী আছে
ঘুন ধরে যাওয়া ধমনীর??
এখনো কি রাত একা জেগে আছে
চন্দাবতীর পাশে?
এখনও কি পাখি কিচিমিচি গায়
নদী খিলখিল হাসে?
যে বুকের মাঝে কত প্রেম ছিল
সে কি আজো আছে পথ চেয়ে?
যার দুটি হাতে বরমালা ছিল
সে কি চলে গেল পথ বেয়ে?
আমি কি আবারো ভুলতে বসেছি
আমি বারবার করি ভুল!
চোখের তারায় এখনও কি ওড়ে
সেই তার খোলা চুল?
ফাগুনের বেশে আগুন এসেছে
কতবার পোড়া মনে
আমিও পুড়েছি যাতনা সয়েছি
বেদনা পুষেছি প্রাণে!
আমি কি আবার জ্বলে পুড়ে যাব
কোন রূপসীর আহবানে?
চোখে মুখে যার ছলনার হাসি
কথা ফুলশর হানে!!

৩/১২/১৩

1 টি মন্তব্য:

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...