গভীরে সুরের লহরী
বিলোল, চঞ্চল হয়ে থাকি!
ঝঞ্জার বায়ে বুকে
লাগে দোলা, অথচ নিথর আঁখি!
অতন্দ্র রাতি নিবিড়
নিঝুম, স্বপনে লব্ধ ধীর বোধিদ্রুম
জাগরণে যায় মায়ায়
মিলিয়ে, আশা ধরে বসে থাকি!
অন্তরে মরে বাসনা
ব্যাকুল, কলি হয়ে ঝরে কামনার ফুল,
হারিয়ে আকাশ, দেশ-কাল-কূল,
ক্লান্ত মনের পাখি!
পার হব বলে অপার
আবেগে, ঘাটে বসে আছি সারা নিশি জেগে
মাঝি সে এলো না,
কথা রয়ে গেল, আমায় দিল সে ফাঁকি!
রচনাঃ ৭/২/২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন