শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

দেয়া কথা

 

পাখিডাকা ভোরবেলা, এখনো রাত্রির আবাহন-

থামেনি, সুলগ্না, বিষপানে আমার বিস্মরণ

ঘটে গেছে, ভুলে গেছি দেয়া কথা, নেয়া ব্যথা

গণ্ডূষ ভরে কন্ঠে ধরেছি; এখানে বেদনার প্রস্রবণ

আকাশের গা বেয়ে প্রদোষে-প্রভাতে ঝরে!

 

কর স্নান মোহকুম্ভ-পুরিত জলে, চিকুরজাল অনাদরে

মেলো পৃষ্ঠদেশে, লুব্ধ হই, প্রেতের প্রায়-

কে যেন শতজন্ম শরীরত্যাগী বাতাসে ঘোরে ফেরে,

চাপা-ক্রন্দনে তার ক্রন্দসী যেন ঝড়ের বায়

হু হু করে, ক্ষণে ক্ষণে ঘুম ভেঙে যায়!

 

এভাবে বসে আছি, আকুল-তটে ভাঙা খেয়া-

দোলে, পাড়ে কিছু রিক্ত ঢেউয়ের তোড় লাগে চঞ্চল,

আমি ভুলে গেছি, কথা ছিল, ছিল কত কথা দেয়া,

আমি তার রাখিনি কিছুই, অকারণে কলকল-

স্রোতধ্বনির মত কিছু কবিতার অগোছালো কথা

বরং লিখে লিখে অভ্যস্ত হয়ে আছি!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...