শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

জন্মদিন

 

এভাবে কত দিনরাত্রি মেঘে-মেঘে পার হ’ল,

আঁধারতলে বজ্র নিভিয়ে থুই, গোটা দু’ই

অনাসক্ত করপুটে প্রেমপদ্ম ধরে জ্ঞান-মুদ্রায়,

পর-সম্ভবা প্রেয়সীরে অজ্ঞাতসারে ছুঁই!

 

অনাঘ্রাত নই,

প্রস্ফুটিত হব, পূর্বে কীটদষ্ট, বহুযুগ আগে,

অকৃত-কর্মদোষে নিরয়ে নীরবে রই;

অধরে হাসি ধরে, অথচ হৃদয়ে খঞ্জর লাগে-

বক্ষ-জিঞ্জির নড়ে ওঠে থেকে থেকে, ঝনঝন,

আমি কান চেপে স’ই!

 

এখন বেলা পড়েছে ঢলে,

আমার পছিমে গেছে ঝড় গোধুলি ধুয়ে,

জন্মে জন্মে আছি ভেসে ভেসে স্রোতে,

কে জানে কতটা তট আরও যাব ছুঁয়ে!

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...