বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

নিঃশেষে তুমি নিও

 

যেখানে আমার নিখিল নিঃস্ব 

আঁখি অগোচরে সকল দৃশ্য

বাসনার স্রোত শুকিয়ে মরেছে

যেখানে- ওহে ভুবনত্রয়ধারী

মরমে তখন পদপঙ্কজ ছাপ দিও।

যা কিছু আমার বুকের গহীনে ভারী, 

মহারাজ হে, নিঃশেষে তুমি নিও।  


স্বপ্নাবশেষে ঘুমের আবেশে যখনি,

ভুলে থাকি সব, অমনি তোমার চাহনি- 

যেন বজ্রের দ্যুতি ঝলকে, 

যেন সম্বিৎ পাই পলকে। 

ওহে, তৃষায় মথিত প্রস্তরে প্রাণ দিও। 

যা কিছু আমার বুকের গহীনে ভারী, 

মহারাজ হে, নিঃশেষে তুমি নিও।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...