সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

সাগরপাড়ের তারা

 

সাগরপাড়ের তারা-

যাবার বুঝি সময় এল

একটা সেকেন্ড দাঁড়া। 


থমকে গেছি পথের মাঝে 

চলতে গিয়ে একা, 

আঁধার শেষে ওপাড় দেশে 

দিগ্বলয়ের রেখা

মিলিয়ে যায়, আমিও যাব

হাতটা একটু বাড়া।

যাবার বুঝি সময় এল

একটা সেকেন্ড দাঁড়া।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...