শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বিনষ্ট সম্ভাব্যতা

 

আমার মত কিছু অর্বাচীন
এখনো শেকড় খোঁড়ার কাজে অতি ব্যস্ত,
এদিকে গাছটাই উপড়ে ফেলা হয়েছে কত না যত্নে।

যেখানে মাটির সোঁদা গন্ধে বেলীর পাপড়ি গড়ানো জল
বরষণ শেষে কবিতার পেলব বুনট ধরে নামে
ওখানে কংক্রিটে ছেয়েছে অন্তর।

এখনো বৃষ্টি আছে,
অথচ নিরর্থক সৃষ্টির সকল সম্ভাব্যতা বিনষ্ট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...