আমার নম্রতাটুকু আমার আমার খড়্গের ধার!
মাথা নোয়ালে তুমি নিজেকে যূপকাষ্ঠ ভেবো না যেন!
সহস্রাব্দ শোণিততৃষ্ণার বাসনা উল্টো পথে ফিরতে পারে,
বিনীত হলেই ভেবো না, আমি দলনযোগ্য হলাম!
বিদূষকবেষ্টিত বনের শেয়াল-রাজা হতেই পারো
হে মহারাজ রাজাধিরাজ!
তাই বলে আমরা সব্বাই তালপাতার সেপাই-
এমন ভাবাটা ভুল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন