শুক্রবার, ২৬ মে, ২০২৩

পাপ

 

সংশয়ের শরশয্যা হতে করজোড়ে

করেছি প্রার্থনা, তুমি এলে পূর্ণাবয়বে

হে অনন্ত, তুমি শতসূর্যসমপ্রভা 

জ্বলন্ত বিশ্বাস- আদ্যন্তহীন আস্থার মূর্ত

প্রস্তর, আমি অন্তরাত্মায় সঁপেছি

অতঃপর। 


অস্ফুট প্রশ্নহীন সকল কথার ঘেরে

নির্দ্বিধায়- দিয়ে জিহ্বায় সুবর্ণ-শৃঙ্ক্ষল

বলেছি- হে লোকাশ্রয়, দীনের-সম্বল,

সহায় হও, জেনে নিঃসহায়েরে। 


তুমি এলে, 

ঘোরাতিঘোর তমসামন্দ্রিত স্বনে

গগনে গগনে অমরেন্দ্র বজ্রনিনাদ 

স্বর্গ মর্ত্য ফেরে, বিশ্বাসের নিগড় ভেঙে

জিজ্ঞাসুর অঢেল প্রজ্ঞায়-

প্রশ্নহীনেরা যাকে পাপ বলে ডাকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...