সোমবার, ২২ মে, ২০২৩

অদ্ভুত মহাসত্য


আমি আমাকে দেখি 

দেখি কিভাবে মিলিয়ে যাচ্ছি 

আমার সাথে, আরশিতে ভেসে ওঠে

কুহেলিকার চোখ, ভুবনত্রয় ভেদ করে যেন 

পিনাকের শর মর্মে বিঁধে যায়, 

কেউ আর শুনতে না পায়। 


আমি ঐ অশ্রুত অতি মন্দ্র ধ্বনির 

অন্তরালে তলিয়ে যাচ্ছি, স্পষ্ট দেখি; 

দেখি কত অশ্রাব্য বিশ্রী কোলাহলের মাঝে

একটি ক্ষীণ শ্রুতির আর্ত মীড়ের মতন

আমি নেতিয়ে পড়েছি আকাশের নীচে,

পাখীদের বুকের কাছে, পিঁপড়ের ঢিপির খাঁজে, 

কলমি ফুলের অনিবেদিত কোরকে। 


আমি ঘোরতর ভাবে দেখি, 

আমি কেমন মেঘের গর্ভে যাচ্ছি রোদের গান, 

নিযুত-কোটি নিটোল তান, 

ধিগ-ধিনা-তিরকিট-ধিনা-কিট-ঘড়ান-

বক্ষকবাট খুলে, সমস্ত মিথ্যাত্বের সমস্ত সমেত

আমি দেখি, আমি মিলিয়ে যাচ্ছি-

এক অদ্ভুত মহাসত্যে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...