বনফুলে পথ ভুলে এলে ভ্রমরা।
গরজত ঘনঘন সঘন ভরা গগন
অঝর বরিষণ ভাসিছে ধরা।
বিজন কুঞ্জপথে, বনফুল ভাসি স্রোতে,
তুমি এলে কোথা হতে, ওলো মনোহরা?
—
দেশ রাগের বন্দিশ মাথায় রেখে কথাগুলো খেলে গেল।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন