বুধবার, ৩১ মে, ২০২৩

ওখানে কে কথা বলে?

 

অচেনা ফুল___

নাম জানিনেজানতে চাইনে___

অভ্যাসে নিরাসক্ত সকল মানবিক ঔৎসুক্যে___ 

তাতেও লক্ষ ভুল___

পেলব প্রশ্রয়ে বুকে পিঠে গেঁথে যায়___

লক্ষ্যে বা অলক্ষ্যে___

____তুমি জীয়ন্ত রও___

 মরু সাহারায়।।।। 


যতিচিহ্ন অসংলগ্নতায় ঠাসা প্রলাপ___

মাদকতার আবিলতায় নামে রাত্রিভর যদি___

অচেনা সাকীনাম না জানা সুরের শরাব___ 

ঢেলে তুমি আমায় করো অমর___  অবধি____ 

__এটুক খোয়াব বাকী।।।।।


অচেনা চাঁদ___ 

সকালে দেখা কোরোকথা ছিলসময় হলে___ 

__এদিকে মেঘ নেইগুমোট শুন্য ঘিরেছে আরও শুন্য__

অগুনতি শুন্য শুন্যান্তর__ বাতাস গেছে কথার ছলে__

ঝড়কে ভোলাতেআমি রয়েছি অপেক্ষায়__

___ নৈশ প্রহর।।।


সকালে দেখা কোরোসময়ে হলেকথা ছিল___

___ ওখানে কে কথা বলে???? 

শুক্রবার, ২৬ মে, ২০২৩

না পারার যন্ত্রণা

 

তোমরা যারা এদিক-ওদিক সবদিকেতেই আছো

অন্য যারা মরছে মরুক- তোমরা যেমন বাঁচো-

আমার হয়ত ইচ্ছে করে তেমনি করেই থাকি, 

পাড়-ভাঙ্গনের শব্দ শুনে দরজা বন্ধ রাখি- 

আচমকা সব ঘরহারা স্রোত ঘুম ছুটিয়ে ছোটে, 

তোমরা কেমন মৌন থাকো, নেইক’ কথা ঠোঁটে-

আমার হয়ত ইচ্ছে করে অমন আমিও পারি, 

না পারার এই যন্ত্রণা কি পারার চাইতে ভারী? 

পাপ

 

সংশয়ের শরশয্যা হতে করজোড়ে

করেছি প্রার্থনা, তুমি এলে পূর্ণাবয়বে

হে অনন্ত, তুমি শতসূর্যসমপ্রভা 

জ্বলন্ত বিশ্বাস- আদ্যন্তহীন আস্থার মূর্ত

প্রস্তর, আমি অন্তরাত্মায় সঁপেছি

অতঃপর। 


অস্ফুট প্রশ্নহীন সকল কথার ঘেরে

নির্দ্বিধায়- দিয়ে জিহ্বায় সুবর্ণ-শৃঙ্ক্ষল

বলেছি- হে লোকাশ্রয়, দীনের-সম্বল,

সহায় হও, জেনে নিঃসহায়েরে। 


তুমি এলে, 

ঘোরাতিঘোর তমসামন্দ্রিত স্বনে

গগনে গগনে অমরেন্দ্র বজ্রনিনাদ 

স্বর্গ মর্ত্য ফেরে, বিশ্বাসের নিগড় ভেঙে

জিজ্ঞাসুর অঢেল প্রজ্ঞায়-

প্রশ্নহীনেরা যাকে পাপ বলে ডাকে। 

সোমবার, ২২ মে, ২০২৩

অদ্ভুত মহাসত্য


আমি আমাকে দেখি 

দেখি কিভাবে মিলিয়ে যাচ্ছি 

আমার সাথে, আরশিতে ভেসে ওঠে

কুহেলিকার চোখ, ভুবনত্রয় ভেদ করে যেন 

পিনাকের শর মর্মে বিঁধে যায়, 

কেউ আর শুনতে না পায়। 


আমি ঐ অশ্রুত অতি মন্দ্র ধ্বনির 

অন্তরালে তলিয়ে যাচ্ছি, স্পষ্ট দেখি; 

দেখি কত অশ্রাব্য বিশ্রী কোলাহলের মাঝে

একটি ক্ষীণ শ্রুতির আর্ত মীড়ের মতন

আমি নেতিয়ে পড়েছি আকাশের নীচে,

পাখীদের বুকের কাছে, পিঁপড়ের ঢিপির খাঁজে, 

কলমি ফুলের অনিবেদিত কোরকে। 


আমি ঘোরতর ভাবে দেখি, 

আমি কেমন মেঘের গর্ভে যাচ্ছি রোদের গান, 

নিযুত-কোটি নিটোল তান, 

ধিগ-ধিনা-তিরকিট-ধিনা-কিট-ঘড়ান-

বক্ষকবাট খুলে, সমস্ত মিথ্যাত্বের সমস্ত সমেত

আমি দেখি, আমি মিলিয়ে যাচ্ছি-

এক অদ্ভুত মহাসত্যে।  

শনিবার, ২০ মে, ২০২৩

বনফুলে পথ ভুলে এলে ভ্রমরা


বনফুলে পথ ভুলে এলে ভ্রমরা। 


গরজত ঘনঘন সঘন ভরা গগন

অঝর বরিষণ ভাসিছে ধরা।


বিজন কুঞ্জপথে, বনফুল ভাসি স্রোতে,

তুমি এলে কোথা হতে, ওলো মনোহরা? 



দেশ রাগের বন্দিশ মাথায় রেখে কথাগুলো খেলে গেল। 

শুক্রবার, ৫ মে, ২০২৩

এমন ভাবাটা ভুল

 

আমার নম্রতাটুকু আমার আমার খড়্গের ধার!

মাথা নোয়ালে তুমি নিজেকে যূপকাষ্ঠ ভেবো না যেন!

সহস্রাব্দ শোণিততৃষ্ণার বাসনা উল্টো পথে ফিরতে পারে,

বিনীত হলেই ভেবো না, আমি দলনযোগ্য হলাম! 


বিদূষকবেষ্টিত বনের শেয়াল-রাজা হতেই পারো

হে মহারাজ রাজাধিরাজ! 

তাই বলে আমরা সব্বাই তালপাতার সেপাই-

এমন ভাবাটা ভুল!

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...