শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

নগরাজনন্দিনী চন্দ্রচূড়াননী

 

নগরাজনন্দিনী, চন্দ্রচূড়াননী

চণ্ডদলনী, মহাকালমহিষী! 


দীনদুর্গতিহরা, জয় দুর্গে, জয় তারা! 

কৃপাণ-কপালধরা, তব পদাভিলাষী! 


অসকালে তব কোলে, যাব মাগো হেসেখেলে, 

আমারে দিয়ো না ফেলে, দেখা দিও প্রকাশি। 


রচনা ও সুর- ১৪ জুলাই, ২০২৩। 


কৌঁসি-কানাড়া রাগে ঝাঁপতালে বাঁধলাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...