শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

নগরাজনন্দিনী চন্দ্রচূড়াননী

 

নগরাজনন্দিনী, চন্দ্রচূড়াননী

চণ্ডদলনী, মহাকালমহিষী! 


দীনদুর্গতিহরা, জয় দুর্গে, জয় তারা! 

কৃপাণ-কপালধরা, তব পদাভিলাষী! 


অসকালে তব কোলে, যাব মাগো হেসেখেলে, 

আমারে দিয়ো না ফেলে, দেখা দিও প্রকাশি। 


রচনা ও সুর- ১৪ জুলাই, ২০২৩। 


কৌঁসি-কানাড়া রাগে ঝাঁপতালে বাঁধলাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...