কালের যাত্রী -
আমি জেগে আছি
কেটে গেছে ঘুম-ঘোর,
রজনী হল না ভোর।
পাখীরা এখনো নিদ্রায় নীড়ে,
ফুলেরা মুহ্যমান।
জোয়ার এসেছে, উছলায় তীরে-
অতল জলের গান-
শুনি;
কান পেতে আছি,
বিবশ হয়েছে-
আকাশের বুকে তারা,
মেঘ ভেসে যায়, বাতাস আকুল,
বেখেয়ালে পথহারা।
পর্ণমোচীর পাতা মর্মরে-
কার চরণ পড়েছে যেন,
সহসা আমার পাষাণ-মর্ম
নড়েচড়ে ওঠে কেন?
ক্লান্ত শিখাটি নিভেছে,
এখন আঁধারে জানালাটি খুলে
উদাস তাকিয়ে রই,
জ্যোছনায় ভেসে চলে যাব একা
অতটা সবলও নই।
মাঝি বলেছিল নিয়ে যাবে এসে
আছে ঘাটে বাঁধা তরী
সেই ভরসায়, আশা-নিরাশায়-
শঙ্কায় শর্বরী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন