রবিবার, ৩০ জুলাই, ২০২৩

কর্দমঘ্রাণ

 


সে যে এক কর্দমঘ্রাণ এমন শ্রাবণ বেয়ে

আমার কবেকার নূতন অঙ্গে আসত নেমে;

আমি যুগান্তে একবার হয়ত আজো সে মাটির

টানে স্মৃতিমেদুর।


যেখানে ধরকদমের ফুলউত্তরের উঠান

আমার অস্তিত্ব-অঙ্কুরপেচক-যুগল যজ্ঞডুমুর-

দ্রুমে হয়ত এখনো রাত্রি জাগেআউশের ধান

ভেজা গন্ধটিনের চালে নিরলস ঝড়ের সুর,

যেখানে আজো হতে পারে পল্লী প্রান্তভাগে-

কোন চপলা একাকিনী বনহরিণীর দিনান্তে

বুকে বেঁধা প্রণয়বিষ-তীর পেল না ভাষাঅথচ

তার অপটু হাতে টানা কাজল ঋদ্ধ দুই চোখে

চিরকাল হাজারো উপাখ্যান জীবন খুঁজে ফেরে-

আমি হয়ত একান্তে একবার ওখানে ফিরতে চাই,

 জনমে নয়প্রতিটি জন্মান্তরে!  


এই অমরাবতীর ইমারত,

এই অপ্সরীদের অপাঙ্গ ফুলশর

এত পরিপাটি সবএত নিপাট গোছানো বৈভব-

আমার জন্য কিছুই তো নয়। 


-*-


৩১ জুলাই২০২৩। 

রাত্রি ১টা ৩৬ মিনিট। 

রেমেডি হসপিটালগড়িয়া। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...