আমার হবে কি না হবে
জগদম্বে ভবে দরশ তোমার দু’নয়নে?
তপনতনয়, সাথে রিপু ছয়
মোরে ঘুমাইয়ে রাখিল শরের শয়নে।
অহনিশি সহি তাহে গাত্রদাহ,
হরের মহিষী মুখ তুলে চাহ,
ঘুচায়ে বেদন, দুটি কথা কহ-
আমি জুড়াইব জ্বালা দু’কথা শ্রবণে।।
জানিলাম বটে পাষাণের বেটি,
ললাটে আমার লিখিয়াছ যেটি,
মুছিবে না তাহা জন্মান্তরে কোটি-
ওমা দয়া যদি নাহি কর এই দীনে।।
৩০ জুন, ২০২৩।
‘আমার কি হবে কি হবে ভবরানী ভবে’ এই গানটি ভাবতে ভাবতে লেখা। সম্ভবত ওই সুরেই গাইব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন