মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

মানুষ হবার প্রেরণা

 

মানুষ হবার প্রেরণা জাগলে 

মানুষেরা অচেনা হয়ে ওঠে। 

‘এ কোন মানুষ, ও কোন মানুষ’ 

হরেক রকমের ভীড়ে সব অস্পষ্ট 

অন্ধকারে, নির্বিবাদে নিরঙ্কুশ- 

শূন্যতার বর্বগ্রাসী সংকটে 

ক্রমশ মিলিয়ে যেতে হয়। 


মানুষ- 

তোমাকে জানা সহজ নয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...