পাথরের বুক চিরে
এই মূক অন্তরে দিয়ে কথা,
তুমি উদয় হয়েছ ধীরে।
ছায়াহীন এই মরুপ্রায় সভ্যতা,
ইটের পাঁজরে হাহাকারে মরে গান,
তুমি এসেছ এখানে পথ ভুলে তরুবর,
আমরা এখন কুঠারে দিচ্ছি শান।
আকাশের কোল ঘিরে,
সূর্যকিরণে রেঙেছে তোমার পাতা,
ভরো হে পাখীর নীড়ে।
তুমি উদিত হয়েছ ধীরে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন