বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

আমি কণ্ঠে যখন সুর হারাবো

 

আমি কণ্ঠে যখন সুর হারাবো তুমি মর্মে তখন বেজো, 

দৃষ্টি আমার নেভার আগে তুমি ভুবন মোহন সেজো। 


বিরাট তোমার মধুর করে, নিয়ো টেনে তোমার ঘরে, 

আমি আলোয় আলোয় সাঙ্গ করি এই জীবনের পুজো। 


২৯ জুন, ২০২৩। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...