সুন্দরতম সঙ্গীতটি আমার মরমে বেজে গেল নিভৃতে
নীলাম্বুধির তট ছুঁয়ে, নীলাদ্রির উষ্ণীষে বুলিয়ে হাত,
তার সুঠাম গাত্র চুঁয়ে, অরণ্যের অগোচরে জ্যোছনায়
যেন অতুল রাত- বসন্তে প্রেমামোঘ-সুধা-নিসর্গ-বল্লরী-
অঙ্গে অঙ্গে জড়িয়ে যায়, যায় যায়, চলে যায়, সে যায়,
সে ফেরে মদমত্তনেশাহত, ভোরের অরুণকিরণমঞ্জরী-
সে আমার।
সে আসে
আবারও আসে, আবারও সে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন