রবিবার, ২৫ জুন, ২০২৩

বল মা শ্যামা যুঝব কত

 

বল মা শ্যামা জুঝব কত? 

সঙ্গের পাঁচ জন নাই সাথে মা

আঁধারে আর খুঁজব কত? 


এই লড়াইয়ে আর পারিনে, 

জেতার আশা আর রাখিনে, 

আমি ধরতে নারি দু’চার হেলে, 

ধরতে যাব কেউটে শত? 


কালসর্প দোলায় ফণা, 

বিষে বিষে দেয় যাতনা। 


পাঁচ জন যদি হত সাথে, 

দিতাম মুগুর ওটার মাথে, 

এখন পালাব পালাব করি, 

পালাতে আর নাই মা পথ! 


২৫ জুন, ২০২৩। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...