এক শ্যামলা নদীর ঘাটের ধারে
নওল ফুলের পাঁপড়ি ঝরে,
উজান বাতাস বৈঠা নাড়ে;
আমি তরীর ওপর একা,
মাঝির নাইরে দেখা!
চাঁদ উঠেছে দখিন কোণে,
ঝড় উঠেছে সান্ধ্য ক্ষণে,
মাঝির আমায় নাইরে মনে,
আমি ভাসব জলে একা!
ওপারে কার পিদিম জ্বলে
পড়ছে ছায়া উতল জলে
ঝাপটা লেগে যায় সে মুছে,
ঢেউয়ে অমন আঁকা!
আমার মাঝির নাইরে দেখা।
২০ জুন, ২০২৩।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন