রবিবার, ৪ জুন, ২০২৩

জাহ্নবী-জটা-তরল-ভঙ্গ

গলে-ভুজঙ্গ, ভস্ম অঙ্গ, 

করে ত্রিশূল, করে কুরঙ্গ, 

গিরিজাসঙ্গ রাজে

চরণে শরণ কোটি অনঙ্গ,

মানব দানব পশু বিহঙ্গ

নিখিল ভুবন মাঝে, 

শিব শিব গীত বাজে।। 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...