জাহ্নবী-জটা-তরল-ভঙ্গ
গলে-ভুজঙ্গ, ভস্ম অঙ্গ,
করে ত্রিশূল, করে কুরঙ্গ,
গিরিজাসঙ্গ রাজে
চরণে শরণ কোটি অনঙ্গ,
মানব দানব পশু বিহঙ্গ
নিখিল ভুবন মাঝে,
শিব শিব গীত বাজে।।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন