কালিকে মহাকালিকে ভবানী ভবতারিণী।
মহিষমর্দিনী মুণ্ডমালিকে ত্রিলোকপালিকে শিবানী।।
দনুজতনুদলশোণিতরঞ্জিতা ঘোরাননা অট্টহাসরতা
লোল রসনা লক লক, ভীমা,
শমনদমন করালিনী।।
নৃকরভূষিতা নাগবিজড়িতা চন্দ্রশোভিতা- চিকুরদামে গাঁথা,
চন্দ্রহাসধরা ভীষণা তারা, ওমা-
প্রসীদ প্রসীদ বিশাখজননী।।
রচনা ও সুর
২২ জুন, ২০২৩।
মেঘমল্লারে বাঁধলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন