বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

কালিকে মহাকালিকে


কালিকে মহাকালিকে ভবানী ভবতারিণী। 

মহিষমর্দিনী মুণ্ডমালিকে ত্রিলোকপালিকে শিবানী।। 


দনুজতনুদলশোণিতরঞ্জিতা ঘোরাননা অট্টহাসরতা 

লোল রসনা লক লক, ভীমা, 

শমনদমন করালিনী।। 


নৃকরভূষিতা নাগবিজড়িতা চন্দ্রশোভিতা- চিকুরদামে গাঁথা, 

চন্দ্রহাসধরা ভীষণা তারা, ওমা- 

প্রসীদ প্রসীদ বিশাখজননী।। 


রচনা ও সুর

২২ জুন, ২০২৩। 


মেঘমল্লারে বাঁধলাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...