আমি জানি অনেকে হতাশ হয়ে যায়
যেমন আমিও কদাচিৎ মুষড়ে পড়ি
যখন প্রথম বর্ষার জলে ব্যাঙের গর্তে বন্যা আসে
অথচ এদিকে শুকনো পদ্মঝিল- এখনো অপেক্ষায়।
কিন্তু দেরীতে হলেও পদ্ম ফোটে,
কেউ না জানুক, আমি তো জানি; তবু কি শঙ্কায়-
নেতিয়ে পড়ি ভেজা পৃষ্টার মতন-
যেখানে আরও কত লেখার বাকী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন