রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

আঁধার নামতে বাকী


এই নষ্টনীড়ে এসেছে উড়ে পাখী। 

দিগ্বলয়-দূর ঝিমায় বিধুর সুরে, 

-     আঁধার নামতে বাকী।

ডানায় তার, মেঘের ভার ক্রন্দন

বজ্রাহূত আলোকাহত চোখে- 

ছিঁড়েছে সীমা, স্বগৃহ-সুখ-বন্ধন, 

পেয়ালা-সুরা-সাকী। 

-     আঁধার নামতে বাকী। 

গানের তরী পসরা ভরি ফেরে

তটে তটে, ঘাটে ঘাটে; 

পালের বায় ভাটায় গেল ছেড়ে, 

নোঙ্গর নামে পঙ্কপাটে। 

ওখানে দু-দশ অর্বুদ বছর যেন

নিমিষে দেয় ফাঁকি

-     আঁধার নামতে বাকী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...