শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মায়াজাল

 

পেঁজা তুলোর মতন সফেদ মেঘ ভাসতে দেখেছিলাম 

সকালের আকাশে, এখন সব কেমন বিদঘুটে কালো। 

তানপুরাটির একটি ষড়জ টুং করে ছিঁড়ে যাবার পর 

চকিত আঙুল অবসন্নতার অবসর খুঁজে পেল না আর, 

কবিতা এসে ভর করে শিরা-উপশিরায় জোয়ার-প্রায় 

বেগে; এই ভরা শ্রাবণ মাস, এই আঁধার, পাংশু প্রস্তর-

চুঁয়ে বেয়ে নামা কালের নির্ঝরিনী, আমাকে নিয়ে যায়

প্রগাঢ় প্রশ্নতরঙ্গ পাড়ে আঁধার ঘনাল ওই মেঘেমেঘে।


এখন চাঁদের কলঙ্ক হয়ে যামিনীযাপনে বড় যে অনীহা, 

পিয়াস মেটার আগে বিগতস্পৃহ যেন অরণ্যচারী কুরঙ্গ 

আমি নদীর তটে থমকে গেছি, এ জন্মে কি জিজীবিষা 

ছিল- বেমালুম বিস্মৃত হলাম! এ ভরা বরষামুখর কাল, 

এ অধীর অন্ধকার, এ নিশ্ছিদ্র নির্মোহ অনন্ত মায়াজাল-


আমাকে জড়িয়ে ধরেছে কেন? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...