বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

এইখানে থামো

 

সুতরাং এইখানে থামো। 


এই পিপুলের পাদদেশে 

বোসো তবে একটু খন, 

বিলোল বাতাসে, পাতো কান, 

শোনো বিহগ-কূজন, কলগান-

শীর্ণা তটিনীর জলে। 


পথিক, 

পথশ্রমে শ্রান্ত হলে। 

হে দেব, এইখানে থামো।

নিরালম্ব অনিকেত হে, আশ্রয়- 

নাও, বিশ্রাম কর, দেখ স্বপনসম

জাগরণ নিমিখে যাবে কেটে। 


এই তরুবরশাখে, 

এই মহিমদ্রুম-আলয়ে নীড়

গড়েছে আরো কত প্রলয়বায়ে

গত অচীন পাখীর প্রাণ। 


বাতাসে পাতো কান।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...