হয়ত বা এর কোন মানে নেই
যেটুকু হয়েছে বলা,
মানে ছিল কিছু ওসবের মাঝে
লিখে লিখে মুছে ফেলা-
যত হিজিবিজি কথা রাতদিন।
চোখের ওপারে দূরবীন-
কার চোখে ধরা, অদেখার সাধে-
বুক বাঁধা, যেন তানপুরা;
ঘন বরষায় প্রিয় মল্লারে কাঁদে
নিষাদে বিষাদে সুরা-
হীনা-সাকী, পানশালা-ঘরে একা,
এখনো মেলেনি দেখা।
মন্দ্র-মিনতি অকরুণ যেন ফেরে
সঘন-বাতাসে, ওড়ে কত চিরকুট,
চোখের পলকে ঘূর্ণির মত ঘেরে
ঘনায় ভেতরে মন্থনশেষ কালকূট!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন