বহুবার আত্মহননের পথ অন্য পথে গেছে বেঁকে
বহুবার সারাদিন মেঘের পর গোধূলিতে সূর্য্যালোক
আশার তাচ্ছিল্যতা দিয়ে দ্ব্যর্থহীন প্রবঞ্চনায় গেছে নিভে
তবুও মানুষ চেয়েছে চড়ুইয়ের মত সচ্ছন্দ সংসার
এক জীবন বাসনায় চৌচির বুকে মানুষ চেয়েছে থাক
মুহুর্ত কয়েক সুখের ক্ষণ, কাটুক না হয় বাকীটা মৃত্যুদিন
অবিরত শঙ্কার- অনুক্ত বৈরাগ্যেও প্রেমিকেরও বেশে!
বহুবার সারাদিন মেঘের পর গোধূলিতে সূর্য্যালোক
আশার তাচ্ছিল্যতা দিয়ে দ্ব্যর্থহীন প্রবঞ্চনায় গেছে নিভে
তবুও মানুষ চেয়েছে চড়ুইয়ের মত সচ্ছন্দ সংসার
এক জীবন বাসনায় চৌচির বুকে মানুষ চেয়েছে থাক
মুহুর্ত কয়েক সুখের ক্ষণ, কাটুক না হয় বাকীটা মৃত্যুদিন
অবিরত শঙ্কার- অনুক্ত বৈরাগ্যেও প্রেমিকেরও বেশে!
আমি তাদেরই একজন!
তখনও তেমন ছিলাম, এখন যেমন!
তখনও তেমন ছিলাম, এখন যেমন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন