আছলাম ভাই, আসলাম তবে, ভাবীরে দিয়েন সালাম
আসতেই হবে আমার বিয়াতে আবদার করে গেলাম!
কান্দির পাড়ে রিকশা ধইরা তিরিশ টাকার ভাড়া
আইসা যাবেন দশ মিনিটেই ভাইয়ের ঠাকুরপাড়া!
যারেই জিগান ভাইয়ের ঠিকানা, আবাল-বৃদ্ধ-নারী-
হগলেই চেনে ঠাকুরপাড়ায় কোপা-শামসুর বাড়ি!
আসতেই হবে আমার বিয়াতে আবদার করে গেলাম!
কান্দির পাড়ে রিকশা ধইরা তিরিশ টাকার ভাড়া
আইসা যাবেন দশ মিনিটেই ভাইয়ের ঠাকুরপাড়া!
যারেই জিগান ভাইয়ের ঠিকানা, আবাল-বৃদ্ধ-নারী-
হগলেই চেনে ঠাকুরপাড়ায় কোপা-শামসুর বাড়ি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন