সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

জীবন বই

জীবনটি একটি বই থেকে
আরেকটি বইতে যাওয়া নয়
বরং একটি বইয়ের সবক’টি পাতা।
আপাত অর্থে এমনও মনে হতে পারে-
কিছু কথা একেবারে হয়নি তো লেখা,
কিছু পসঙ্গ গেল না প্রসঙ্গান্তরে গাঁথা—
তবু জেনো, এখানে অসমাপ্ত কিছু নেই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...