বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বসন্ত এসে গেছে

দিকে দিকে খুশখুশে কাশির শব্দ শুনি,
ম্যাজম্যাজে আর্তস্বর— কম্বুকন্ঠে কঁকিয়ে টনসিল—
হাঁকে— ওইত্তেরি! বসন্ত এসে গেছে!

কোন ডিজিটাল কোকিল গায় কোবিতার খাতার কোনে
— ও পলাশ, ও শিমুল—
এ লগ্নে যাব কোন চিতায়— অমনি টিভি স্ক্রিন— দেক্ দেকিনি— কি কুক্ষণে— বিলকুল
— আবার সালা! বসন্ত এসে গেছে!

বাতাসে বহিছে ভাইরাস, নয়নে লাগিছে জ্বালা—
নাকেতে অবিরল উছল ফ্যাঁচাতে প্রেমধার—
নেপথ্যে পথ্য কর্মশালা—
ধুস্সালা! বসন্ত এসে গেছে!

থাক তব ভুবনের গোটাকয় মুন্ডুহীন গানের—
নাই বা পিন্ডি চটকে দেব,
তবু— ওইত্তেরি! বসন্ত এসে গেছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...