কখনো কখনো কিছু করার থাকে না,
অকারণ কারণ খোঁজার চেষ্টাও মনে আসে না আর,
মনে হয় বসে থাকি, বসে আছি যেখানে যেমন ঠাঁই
সবটাই - হিতাহিতের পারে ঠেলে
আলুনি ত্রিসংসার— তবু বুঝি এর নাম ভাল থাকা নয়!
সকল অকর্মণ্যতা বন্ধু আলস্যপ্রসূত নয়,
নিরলস যন্ত্রেরও দিন আসে বিকল হবার,
তোমরা বোঝ না কেন?
একদিন পাখিটির ডানাও যায় থেমে, ধূমকেতুও যায় নিভে
কত নদী কত বাঁক থেকে একদিন দূরে সরে যায়—
খবর রেখেছ কবে?
আমি কখনো প্রশ্নের পালে তুলিনি ঝড়ের হাওয়া,
দাঁড় ধরে বসে আছি, নোঙর আছে কি নেই তাও অজানা;
জলের শব্দ শুনি, যা শুনতে চাওয়া
হয়নি এতদিনে অনেক মাতমেও—
তারও অভীপ্সা গেছে ডুবে, হয়ত এমনটাই হয়।
কিছু করার থাকে না,
কিছু কারণ খোঁজার চেষ্টাও মনে আসে না আর,
মনে হয় বসে থাকি, বসে আছি যেখানে যেমন ঠাঁই
সবটাই - হিতাহিতের পারে জ্বেলে
আলুনি ত্রিসংসার— তবু বুঝি এর নাম ভাল থাকা নয়!
অকারণ কারণ খোঁজার চেষ্টাও মনে আসে না আর,
মনে হয় বসে থাকি, বসে আছি যেখানে যেমন ঠাঁই
সবটাই - হিতাহিতের পারে ঠেলে
আলুনি ত্রিসংসার— তবু বুঝি এর নাম ভাল থাকা নয়!
সকল অকর্মণ্যতা বন্ধু আলস্যপ্রসূত নয়,
নিরলস যন্ত্রেরও দিন আসে বিকল হবার,
তোমরা বোঝ না কেন?
একদিন পাখিটির ডানাও যায় থেমে, ধূমকেতুও যায় নিভে
কত নদী কত বাঁক থেকে একদিন দূরে সরে যায়—
খবর রেখেছ কবে?
আমি কখনো প্রশ্নের পালে তুলিনি ঝড়ের হাওয়া,
দাঁড় ধরে বসে আছি, নোঙর আছে কি নেই তাও অজানা;
জলের শব্দ শুনি, যা শুনতে চাওয়া
হয়নি এতদিনে অনেক মাতমেও—
তারও অভীপ্সা গেছে ডুবে, হয়ত এমনটাই হয়।
কিছু করার থাকে না,
কিছু কারণ খোঁজার চেষ্টাও মনে আসে না আর,
মনে হয় বসে থাকি, বসে আছি যেখানে যেমন ঠাঁই
সবটাই - হিতাহিতের পারে জ্বেলে
আলুনি ত্রিসংসার— তবু বুঝি এর নাম ভাল থাকা নয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন