মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

সোশ্যাল ডিস্ট্যান্স

ফালতু কথায় চোখ জ্বলে ভাই,
করেই দিলাম আনফলো!
সোশ্যাল ডিস্টেন্স হোক এভাবে,
অটুট থাকুক হাই-হ্যালো!

দশের দোষী নন্দ-ঘোষের,
নিন্দা তুমি খুব কর,
আমি কি আর বুঝব এতো?
জ্ঞানে-গুণে নই বড়!

তোমার আবার শ্যেণ-দৃষ্টি,
আমি শনির দয়ায় দিনকানা!
তুমি বিদ্যাবলে ঘোরকর্মা,
আমি অলস অচল কারখানা!

তোমার সাথে রইবে তফাৎ
উভয়পক্ষে সেই ভাল,
সোশ্যাল ডিস্টেন্স হোক এভাবে,
অটুট থাকুক হাই-হ্যালো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...