বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

মায়া-বীণ

উতল শ্রাবণধারা,
নয়ন নিদ্রাহারা,
নিরালা নিশির মাঝে
নীরবে প্লাবিত ধরা—
ঝরোঝরো সুধারসে,
অবিরল নিরলসে
কি নিনাদে বাজে যেন,
কার বীণে সুরধারা!

এমনি বরষা যাবে,
তেমনি বরষ যায়,
এমনি বিষাদে ভরে,
হরষে কে গান গায়;
তারে যেন খুঁজে মরি,
ডেকে গো না পাই সাড়া!
কি নিনাদে বাজে তার
মায়া বীণে সুরধারা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...