উতল শ্রাবণধারা,
নয়ন নিদ্রাহারা,
নিরালা নিশির মাঝে
নীরবে প্লাবিত ধরা—
ঝরোঝরো সুধারসে,
অবিরল নিরলসে
কি নিনাদে বাজে যেন,
কার বীণে সুরধারা!
এমনি বরষা যাবে,
তেমনি বরষ যায়,
এমনি বিষাদে ভরে,
হরষে কে গান গায়;
তারে যেন খুঁজে মরি,
ডেকে গো না পাই সাড়া!
কি নিনাদে বাজে তার
মায়া বীণে সুরধারা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন