বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

মায়া-বীণ

উতল শ্রাবণধারা,
নয়ন নিদ্রাহারা,
নিরালা নিশির মাঝে
নীরবে প্লাবিত ধরা—
ঝরোঝরো সুধারসে,
অবিরল নিরলসে
কি নিনাদে বাজে যেন,
কার বীণে সুরধারা!

এমনি বরষা যাবে,
তেমনি বরষ যায়,
এমনি বিষাদে ভরে,
হরষে কে গান গায়;
তারে যেন খুঁজে মরি,
ডেকে গো না পাই সাড়া!
কি নিনাদে বাজে তার
মায়া বীণে সুরধারা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...